আ.লীগকে ভুলের খেসারত দিতে হবে : নজরুল ইসলাম খান

Reporter Name / ১৬ Time View
Update Time : শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকার কোনোদিক দিয়ে সফল হতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, দ্রব্যমূল্যের দাম বাড়ছেই। আজকে প্রধামন্ত্রীকে বলতে হয় চাঁদাবাজি বন্ধের জন্য। এটা ভাবতে পারেন! আসলে কোনো কিছুর ওপরই তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। নির্বাচনেও তারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে ডামি প্রার্থী দিয়ে গন্ডগোল লাগিয়েছে। আসলে পতনকালে এমন ভুল হয়। এই সরকার অনেক ভুল করেছে। এজন্য তাদেরকে খেসারত দিতে হবে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লা‌বের আবদুস সালাম হলে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

সম্প্রতি গ্রেফতার হওয়া ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেনের কারামুক্তি উপলক্ষ্যে ‘কারামুক্তি আন্দোলনের শক্তি ও গণতন্ত্রের অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ১২ দলীয় জোট। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *