ডিগ্রি পরীক্ষার্থীদের জন্য সুখবর

Reporter Name / ৮ Time View
Update Time : রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সে তৃতীয় বর্ষের সব বিষয়ের পরীক্ষার সময়সীমা ৩০ মিনিট করে বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের দাবির মুখে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক,

শনিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের যেসব বিষয়ের পরীক্ষা তিন ঘণ্টা হওয়ার কথা ছিল, সেগুলো সাড়ে তিন ঘণ্টা হবে। আর যে বিষয়গুলোর পরীক্ষা সাড়ে তিন ঘণ্টা হওয়ার কথা ছিল, সেগুলো এখন চার ঘণ্টা হবে। প্রশ্নপত্রে যে সময়ই থাকুক, ৩০ মিনিট করে সময় বাড়বে।

জানা গেছে, তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোর কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. এনামুল করিম গণমাধ্যমকে বলেন, একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে এটি করা হয়েছে। শিক্ষার্থীরা অটোপাসের দাবিতে আন্দোলনে নেমেছিলেন। তাদের অটোপাস দেয়ার এখতিয়ার আমাদের নেই। তাই তাদের সুবিধার্থে সময় বাড়ানো হয়েছে।

জানা যায়, গত সেপ্টেম্বরে ‘সেশনজটের কারণে তিন বছরের ডিগ্রি ছয় বছরে রূপান্তর করা ও অটোপাসের দাবিতে’ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তবে ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থীকে অটোপাস দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। তবে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পরীক্ষার সময় বাড়ানো হয়েছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *