কেন্দ্রীয় সহসমন্বয়ক মেহেদী হাসানকে শোকজ

Reporter Name / ১০ Time View
Update Time : শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন

এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করায় বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক মেহেদী হাসান বাবুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক,

শুক্রবার (৮ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


সেখানে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক মেহেদী হাসান বাবুর বিরুদ্ধে একজন নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ এসেছে, যা আমাদের নীতি ও আদর্শের পরিপন্থি।’

এতে আরও বলা হয়, এ ঘটনার পরিপ্রেক্ষিতে মেহেদী হাসানকে কেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে ব্যাপারে তিন কার্যদিবসের মধ্যে তাকে আত্মপক্ষ সমর্থন করে কারণ দর্শাতে হবে।

জানা গেছে, মেহেদী হাসান বাবু বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র। কেন্দ্রীয় সহসমন্বয়কের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *