ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে ওবামা বললেন, ‘এমন ফলাফল আশা করিনি’

Reporter Name / ১২ Time View
Update Time : শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ের পর রীতিমতো অভিনন্দনের জোয়ারে ভাসছেন ডোনাল্ড ট্রাম্প। এবার তাকে অভিনন্দন জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে সেই বার্তায় ছিল ‘হতাশার সুর’।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন, কিন্তু বলেছেন, “রিপাবলিকান এই প্রার্থীর সঙ্গে ‘গভীর মতবিরোধের’ কারণে এটি ‘স্পষ্টতই আমরা যে ফলাফল আশা করেছিলাম তা নয়’।” 

সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে ওবামা বলেন, 

“কিন্তু (মতবিরোধ থাকলেও) গণতন্ত্রে বাস করা মানেই এটা স্বীকার করা যে, আমাদের দৃষ্টিভঙ্গি সবসময় জয়ী হবে না এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে রাজি হওয়া।”

যুক্তরাষ্ট্রের মতো বৈচিত্র্যময় দেশে মানুষের ভিন্ন ভিন্ন মত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বলেন, ‘অগ্রগতির জন্য আমাদের বিশ্বাস রাখতে হবে- এমনকি যাদের সঙ্গে আমরা গভীরভাবে দ্বিমত পোষণ করি তাদের কাছেও।’ 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *