মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিস।
আন্তর্জাতিক ডেস্ক,
বুধবার (৭ নভেম্বর) সিবিএস নিউজের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানান ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস।
কমলার সহযোগীদের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, দুই নেতা কয়েক মিনিট ফোনে কথা বলেন। এসময় কমলা হ্যারিস ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর ওপর জোর দেন। একই সঙ্গে ট্রাম্পকে সব আমেরিকানদের প্রেসিডেন্ট হওয়ার আহ্বান জানান।
এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (৬ নভেম্বর) বিকেলে ওয়াশিংটনের হাওয়ার্ড ইউনিভার্সিটিতে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে কমলা হ্যারিসের বক্তব্য দেয়োর কথা রয়েছে।
ডেমোক্র্যাটিক প্রচার শিবির জানিয়েছে, রাত ৯টায় ওয়াশিংটনের হাওয়ার্ড ইউনিভার্সিটিতে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন কমলা। এ সময় কমলার স্বামী ডগলাস এমহফ তার সঙ্গে থাকবেন।
এর আগে মঙ্গলবার ট্রাম্পের জয় মোটামুটি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে হ্যারিস তার ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ইচ্ছে বাতিল করেন। যে বিশ্ববিদ্যালয় থেকে কমলা স্নাতক লাভ করেছেন। নির্বাচনের পর সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিতে সেখানে যেতে চেয়েছিলেন কমলা।