এক বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। হামাসের সঙ্গে যুদ্ধে ইসরাইলকে নানাভাবে সহায়তা দিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন। এবার ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুদ্ধ বন্ধের প্রত্যাশা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
আন্তর্জাতিক ডেস্ক,
হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘ইহুদি রাষ্ট্রকে অন্ধভাবে সমর্থন দেয়া বন্ধ করতে হবে। কারণ, এদের টিকে থাকার জন্য আমাদের জনগণের ভবিষ্যৎ, আঞ্চলিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতাকে মূল্য দিতে হচ্ছে।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প নিজেকে বিজয় ঘোষণা করার পর হামাস নেতা এ কথাগুলো বলেন।
এদিকে ট্রাম্পকে বাইডেন থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি।
বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনকে জো বাইডেনের ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং ফিলিস্তিনের জনগণের ওপর ইসরাইলি গণহত্যা বন্ধে গুরুত্বের সঙ্গে কাজ করতে হবে।
স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
ট্রাম্প তার বিজয় ভাষণে বলেছেন, ‘আমি যুদ্ধ শুরু নয়, যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি।’ তিনি আরও বলেন, আমাদের কোনো যুদ্ধ ছিল না (নিজের আগে শাসনামলে)। আইএসকে পরাজিত করা ছাড়া চার বছর ধরে আমাদের কোনো যুদ্ধ ছিল না।