মেয়ে পরীক্ষার কেন্দ্রে, বাহিরে অপেক্ষারত মায়েরা মৃত্যু

Reporter Name / ২০ Time View
Update Time : শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রে আজ শুক্রবার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা দিচ্ছিলেন মেয়ে। মা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠের পাশে অপেক্ষা করছিলেন। সেখানে বুকে ব্যথা হলে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গুচ্ছ পরীক্ষা দিতে এসে এক শিক্ষার্থীর অভিভাবক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। পরে পুলিশকে জানানো হলে প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, মা হারানো পরীক্ষার্থীর নাম আরোয়া তাবাসসুম। তিনি ২০২৩-২৪ সেশনের কৃষি গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তাঁর মায়ের নাম শামীম আরা বেগম। তাঁদের স্থায়ী বা স্থানীয় কোনো ঠিকানাই তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে থাকা আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শামীম আরা বেগম মেয়েকে পরীক্ষার হলে রেখে মুহসীন হলের মাঠের পাশে অপেক্ষা করছিলেন। সেখানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। আশপাশের মানুষ ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *