Headline :
বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার মতো হবে না: গভর্নর ঐক্যের বৈঠকে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিলেন তারেক রহমান যত দ্রুত নির্বাচন, ততই জনগণের কল্যাণ: মির্জা ফখরুল আজিমপুরে ডাকাতির সঙ্গে শিশু অপহরণের কারণ জানালো র‌্যাব রাজধানীতে ২ ছেলেকে গলা কেটে হত্যা করলেন বাবা! সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চিত্রনায়ক রুবেল শার্শায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টর সেমিফাইনাল খেলায় নাভারন ফুটবল একাদশ জয়ী  বেনাপোল পোর্ট থানা পুলিশ পৃথক অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ আটক-১ ছয় বছর ধরে পরিত্যক্ত শিশুপার্ক, ডিএসসিসির দখলে ওয়ান্ডারল্যান্ড!

‘টারজান’ অভিনেতা এলি মারা গেছেন

Reporter Name / ২৬ Time View
Update Time : রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন

না ফেরার দেশে পাড়ি জমালেন ‘টারজান’ খ্যাত মার্কিন অভিনেতা রোনাল্ড পিয়ার্স এলি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে কার্স্টেন ক্যাসেল এলি। সংবাদ সংস্থা এপিকে তিনি বলেন, ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার বাড়িতে তার বাবার মৃত্যু হয়েছে।

এদিকে বাবার মৃত্যুর প্রায় ১ মাস পর বুধবার (২৩ অক্টোবর) ইনস্টাগ্রাম পোস্টে কার্স্টেন লেখেন, ‘ডি ওয়ার্ল্ড এমন একজনকে হারাতে পারেনি যা এ যাবতকালের সর্বশ্রেষ্ঠ পুরুষদের একজনকে হারিয়েছে। আমি আমার বাবাকে হারাচ্ছি না।’

এনবিসি টেলিভিশনে প্রচারিত ‘টারজান’ সিরিজটি রন এলিকে তারকাখ্যাতি এনে দেয়। সারাবিশ্বের মতো বাংলাদেশের দর্শকদের কাছেও জনপ্রিয় ছিল এ সিরিজ। ষাটের দশকের এ সিরিজে অভিনয়ের ক্ষেত্রে রন এলি কোনো স্টান্ট নিতে আগ্রহী ছিলেন না। প্রায় সব স্টান্ট শুটিং নিজেই করতেন।

তার জনপ্রিয় টিভি শোর মধ্যে রয়েছে ‘ফাদার নোজ বেস্ট’, ‘হাউ টু ম্যারি আ মিলিয়নেয়ার’, ‘দ্য মেনি লাভস অব ডোবি গিলিস’ ইত্যাদি। সিনেমার মধ্যে রয়েছে । ‘ডক স্যাভেজ’, ‘সাউথ প্যাসিফিক’মতো সিনেমা।

১৯৩৮ সালে টেক্সাসের হেয়ারফোর্ডে গুণী এ অভিনেতা। ১৯৫৯ সালে বিয়ে করেন প্রেমিকা হেলেন ট্রিপলেটকে। তবে সে বিয়ে টেকেনি। বিয়ের দুই বছরের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। এরপর ১৯৮৪ সালে মিস ফ্লোরিডা ভ্যারেলি লুনডেনকে বিয়ে করেন। তাদের সংসারে তিন সন্তান রয়েছে।

২০০১ সালে অভিনয় থেকে অবসর নেন রোনাল্ড। এরপর মনযোগ দেন লেখালেখিতে। মৃত্যুর আগ পর্যন্ত লেখালেখি নিয়েই ছিলেন হলিউড অভিনেতা। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *