অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাফেভ।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে যমুনায় প্রবেশ করেন তিনি।
যমুনার সামনে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এটা তো রুটিন একটা মিটিংয়ের বিষয়।
মার্কিন রাষ্ট্রদূত কিছুক্ষণ আগে যমুনায় প্রবেশ করেছেন, এ বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন প্রেস সচিবকে। তিনি বলেন, গত তিন মাসে কমপক্ষে ৪০টা দেশের অ্যাম্বাসেডরের সঙ্গে কথা হয়েছে। উনারা এখানে এসেছেন। এটা তো রুটিন একটা মিটিংয়ের বিষয়। প্রতিটা মিটিং যখনই হয় আমরা আপনাদের জানিয়েছি।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য নিয়ে শফিকুল আলম বলেন, অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য নিয়ে, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। কোনো বিভ্রান্ত হবেন না।
বিএনপির সঙ্গে বৈঠক নিয়ে তিনি বলেন, আজকে মূলত রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা হয়েছে তা নিয়মিত আলোচনার অংশ। পলিটিক্যাল পার্টি আমাদের নিয়মিত অংশীজন। ভবিষ্যতেও এ ধরনের মিটিং হবে।