ক্যাম্পাস প্রতিনিধি, নিটার
সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ গত ১লা সেপ্টেম্বর থেকে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাসটির পাঠদান কার্যক্রম স্থবির হয়ে যায়, দীর্ঘ ১মাস পর গত ৭ই অক্টোবর থেকে পাঠদান কার্যক্রম স্বাভাবিক হলেও শিক্ষক অব্যহতির ফলে বেশকিছু পদে ঘাটতি তৈরি হয়েছে যদিও ঘাটতি পূরণে নিটার প্রশাসন নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে।
এরই মধ্যে গত ৮ই অক্টোবর নিটার বিধিমালা-২০২৩ অনুযায়ী কর্তৃপক্ষের অনুমোদনক্রমে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং ও ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে নতুন ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান নির্বচন করা হয়।
নিটারের রেজিস্ট্রার আহমেদ ইকবাল রেজা স্বাক্ষরিত এক অফিস-আদেশের মধ্য দিয়ে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সহকারী অধ্যাপক জনাব বুরহান উদ্দিন বান্না টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত), সহকারী অধ্যাপক জনাব রায়হান আহমেদ জয় ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) এবং সহকারী অধ্যাপক জনাব মোঃ ওয়াসিম আকরাম ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদানের বিষয়টি প্রকাশিত হয়।
সরেজমিনে, নিটারের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় নতুন ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান হিসেবে যোগ্যতাসম্পন্ন শিক্ষকদের নির্বচন করায় নিটারের শিক্ষার পথ সুগম হবে বলে আশাবাদী তারা।