যে দোয়া পাঠে জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন নবীজি

Reporter Name / ৬ Time View
Update Time : রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন

আল্লাহর সাথে সম্পর্ক গভীর ও দৃঢ় করতে বান্দাকে অবশ্যই চেষ্টা করত হয়। দোয়া ও আজকারের মাধ্যমে তার মনকে প্রশান্তি দিতে হয়। এ দোয়াগুলির মধ্যে কিছু দোয়া এমন রয়েছে, যা পাঠ করলে বিশেষ বরকত ও সাওয়াব লাভ করা যায়। এর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে, সাইয়্যেদুল ইস্তিগফার।

নিজস্ব প্রতিবেদক,

সাইয়্যেদুল ইস্তিগফার। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের শেখিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি এই দোয়া দৃঢ় বিশ্বাসের সাথে পড়বে, সে জান্নাতের অধিকারী হবে। এটি এক ধরনের জীবনের বিশ্বাস-আস্থা, আল্লাহর প্রতি আনুগত্য ও আত্মসমর্পণের একটি অনন্য উদাহরণ।


রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে, সে জান্নাতি হবে। এটি হলো সেই দোয়া যা রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের শেখিয়েছেন,

اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوءُ بِذَنْبِىْ فَاغْفِرْ لِىْ، فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا أَنْتَ

উচ্চারণ: আল্লাহুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাত্বাতু, আ‘ঊযুবিকা মিন শাররি মা ছানাতু। আবূউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা।

অর্থ: হে আল্লাহ! তুমি আমার পালনকর্তা। তুমি ছাড়া কোন উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার দাস। আমি আমার সাধ্যমত তোমার নিকট দেওয়া অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমি তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমার গোনাহের স্বীকারোক্তি দিচ্ছি। তুমি আমাকে ক্ষমা কর, কারণ তুমি ছাড়া পাপসমূহ ক্ষমা করার কেউ নেই।

এ দোয়াটি আমাদের জীবনে শান্তি, সান্ত্বনা এবং আল্লাহর সাথে সম্পর্কের দৃঢ়তা সৃষ্টি করে। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনা অনুযায়ী, যে ব্যক্তি এই দোয়া দৃঢ় বিশ্বাসের সাথে দিনে বা রাতে পড়ে এবং মৃত্যু তার কাছে আসে, সে জান্নাতের নিশ্চয়তা লাভ করবে। এটি শুধু এক ধরনের দোয়া নয়, বরং জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর প্রতি আনুগত্য ও ভালোবাসার এক প্রকাশ। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তার প্রতি আনুগত্য ও বিশ্বাসের প্রমাণ হিসেবে এ দোয়া আমাদের জীবনকে আলোকিত করতে সাহায্য করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *