চীনে স্কুলে ছুরিকাঘাতে নিহত ৮, আহত ১৭

Reporter Name / ১১ Time View
Update Time : রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন

চীনের পূর্বাঞ্চলীয় উক্সিং শহরে একটি কারিগরি স্কুলে সাবেক এক শিক্ষার্থীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে ৮ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এ ছুরি হামলার ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক,

চীনা পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হামলাকারী ওই শিক্ষার্থীকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি উক্সিং ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী।

পুলিশ জানিয়েছে, এ বছরই ওই শিক্ষার্থীর স্নাতক সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু তিনি চূড়ান্ত পরীক্ষায় পাস করতে পারেননি। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার ক্ষোভ থেকে তিনি এই এলোপাতাড়ি ছুরি হামলা চালিয়েছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

স্কুলটির ওয়েবসাইটের তথ্য অনুসারে, সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১২ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন। স্কুলটি সাংহাই থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এ স্কুলে শিল্প, নকশা, সিরামিক, ফ্যাশনসহ নানা বিষয়ে পড়াশোনা করা যায়।

চীনে ছুরিকাঘাতের ঘটনা অস্বাভাবিক নয়। তবে সেখানে এ ধরনের হামলায় হতাহতের ঘটনা দুর্লভ। দেশটিতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়াও বেশ কঠিন।

গত ১১ নভেম্বর  চীনের দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইয়ে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সেখানে একটি স্পোর্টস সেন্টারের বাইরে একটি গাড়ি মানুষের ভিড়ের মধ্যে ঢুকে পড়লে ৩৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছিল।

সিএনএন জানিয়েছে, ৬২ বছর বয়সি এক চালক হঠাৎ বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে এ দুর্ঘটনা ঘটিয়েছেন। নিহতদের প্রায় সবাই শরীরচর্চা করতে ওই স্পোর্টস সেন্টারে এসেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *