গাজায় যুদ্ধবিরতিতে রাজি হামাস

Reporter Name / ৬ Time View
Update Time : রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন

ইসরাইল রাজি থাকলে গাজায় যুদ্ধবিরতির সম্মতির কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। একইসঙ্গে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।

নিজস্ব প্রতিবেদক,

শুক্রবার (১৫ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে দোহাভিত্তিক রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম এ কথা জানান।

তিনি বলেন, শুধু যুদ্ধবিরতির প্রস্তাব পেশ নয়, সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানো হলে গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছাতে প্রস্তুত হামাস।
বাসেম নাইম আরও বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রশাসন ও ট্রাম্পের প্রতি ইসরা্ আগ্রাসন বন্ধ করতে চাপ প্রয়োগের আহ্বান জানাচ্ছি।’

এদিকে হামাসের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা আসার পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। শনিবার গাজার শরণার্থী শিবিরে শক্তিশালি বোমা হামলা চালায় ইসরাইলি বাহিনী। এ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। পশ্চিম তীর, খান ইউনুসসহ বিভিন্ন শহরে ইসরাইলি সেনাবাহিনী হামলা চালায়।

এছাড়া সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলের হামলায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের দুই নেতা নিহত হয়েছেন। গেল বৃহস্পতিবার দামেস্কের কুদসায়া এলাকায় এ হামলা চালানো হয়।

শনিবার ইসলামিক জিহাদ–সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সিরিয়ায় নিহত দুজন হলেন ইসলামিক জিহাদের রাজনৈতিক ব্যুরোর সদস্য আবদেল আজিজ মিনায়ি এবং সংগঠনটির পররাষ্ট্রবিষয়ক প্রধান রামসি আবু ঈসা।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *