ইলন মাস্কের সঙ্গে বৈঠকের কথা অস্বীকার ইরানের

Reporter Name / ৬ Time View
Update Time : রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের বৈঠকের খবর নাকচ করে দিয়েছে ইরান।

নিজস্ব প্রতিবেদক,

শনিবার (১৬ নভেম্বর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কিছু সংবাদমাধ্যম ইরানের রাষ্ট্রদূত ও ইলন মাস্কের মধ্যে বৈঠকের খবর নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে তা ছিল বানোয়াট গল্প।

একইদিন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও ইলন মাস্কের সঙ্গে জাতিসংঘে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতের বৈঠকের খবর স্পষ্টভাবে অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের সংবাদপত্রগুলো এ নিয়ে ব্যাপক গুরুত্ব দেয়ায় বিস্ময় প্রকাশ করেছে ইরান।

গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার নিউইয়র্কের একটি গোপন স্থানে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ও ইলন মাস্কের মধ্যে এক ঘণ্টার বেশি ওই বৈঠক চলে। বৈঠকটি ‘ইতিবাচক’ ছিল বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

দু’জন ইরানি কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কীভাবে উত্তেজনা কমানো যায়-তা নিয়ে আলোচনা হয়েছে। ইরানের একজন কর্মকর্তা বলেন, ইলন মাস্ক এই বৈঠকের অনুরোধ করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *