গাজা ও লেবাননে ইসরাইলি হামলায় নিহত আরও ৩৯

Reporter Name / ৫ Time View
Update Time : শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ও লেবাননে ইসরাইলি বাহিনীর আগ্রাসন অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় আরও ৩৯ জন নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক,

শুক্রবার (১৫ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ২৮ জন নিহত এবং আরও ১২০ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

মন্ত্রণালয় বলছে, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৭৬৪ জনে পৌঁছেছে।

অন্যদিকে ইসরাইলি বাহিনীর মুহুর্মুহু হামলায় বিপর্যস্ত লেবানন। শুক্রবার দফায় দফায় দেশটির বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়।

ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত হয় রাজধানী বৈরুতের বেশকিছু স্থাপনা। এছাড়া, বোমা হামলার কারণে ক্ষয়ক্ষতি হয়েছে বেশকিছু আবাসিক ভবনে। শুক্রবারের হামলায় নতুন নতুন এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমের দাবি, ইসরাইলের বিরুদ্ধে লড়াই জোরদারে সিরিয়া থেকে অস্ত্র পাবার চেষ্টা করছে হিজবুল্লাহ। তবে গোষ্ঠীটির সব প্রচেষ্টা নসাৎ করবে বলে হুঁশিয়ার করেছেন ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র।

হিজবুল্লাহর এ ধরনের কার্যক্রম বানচাল করতেই তাদের শক্ত ঘাঁটি দাহিয়েহ থেকে সিরিয়ার দামেস্ক পর্যন্ত ইসরাইলি সেনারা বিমান হামলা চালাচ্ছে বলেও জানান তিনি।

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির যেকোন সিদ্ধান্তে লেবাননকে সমর্থন দেয়ার কথা জানিয়েছে ইরান। শুক্রবার এক বিবৃতিতে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর ওপর ইসরাইলের ব্যাপক হামলার মুখে সংঘাত বন্ধ ইস্যুতে প্রথমবার নিজেদের এমন অবস্থানের কথা জানালো তেহরান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *