Headline :
বেনাপোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন  সম্পন্ন মোদির বিমানে যান্ত্রিক ত্রুটি, আটকে গেলেন ঝাড়খণ্ডে অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য কী, জানালেন শিল্প উপদেষ্টা এইচএসসি উত্তীর্ণদের জন্য বৃত্তি, যেভাবে আবেদন সরকারের সঙ্গে বৈষম্যবিরোধীদের দূরত্ব, ছাত্র প্রতিনিধি বাড়ানোর পরামর্শ রাইসাকে বিয়ে করেননি তৌহিদ আফ্রিদি, খবরে নতুন মোড় ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে ইলন মাস্কের ‘গোপন’ সাক্ষাৎ শ্রীলঙ্কায় বড় জয় পেলো প্রেসিডেন্ট অনুরার জোট এনপিপি আলুর বাজারের নিয়ন্ত্রণও সিন্ডিকেটের হাতে! বোতলের চেয়ে খোলা সয়াবিন তেলের দাম বেশি!

মোদির বিমানে যান্ত্রিক ত্রুটি, আটকে গেলেন ঝাড়খণ্ডে

Reporter Name / ৭ Time View
Update Time : শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় তা নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে ঝাড়খণ্ডের দেওঘর বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক,

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের প্রচারে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। প্রচার শেষে দিল্লিতে ফেরার কথা ছিল তার। কিন্তু মোদির উড়োজাহাজে ত্রুটি দেখা দেয়ায় তা নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি।

আগামী বুধবার ঝাড়খণ্ডে শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে শুক্রবার আদিবাসী অধ্যুষিত রাজ্যটিতে প্রচারে গিয়েছিলেন নরেন্দ্র মোদি।

দেওঘর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত দেওঘর বিমানবন্দরেই বিমানটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে। কী কারণে যান্ত্রিক গোলযোগ, তা খতিয়ে দেখা হচ্ছে।

আপাতত দেওঘর বিমানবন্দরেই অপেক্ষা করছেন নরেন্দ্র মোদি। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জানা গেছে, দিল্লি থেকে বিকল্প বিমান দেওঘরের উদ্দেশে রওনা দিয়েছে। সেই বিমানেই দিল্লি ফিরতে পারেন ভারতের প্রধানমন্ত্রী।

এদিকে একই দিন দেওঘর থেকে ৮০ কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের গোড্ডায় হেলিকপ্টারে প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করতে হয় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল বা এটিসির তরফে কংগ্রেস নেতা হেলিকপ্টরকে ওড়ার অনুমতি দেয়া হয়নি। কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রীর নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে গিয়ে বিধি ভেঙে রাহুলের কপ্টারকে ওড়ার অনুমতি দেয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *