নিরাপত্তা বিষয়ক সম্পর্ক জোরদারে পোল্যান্ডে একটি নতুন বিমান প্রতিরক্ষা ঘাঁটি খুলেছে যুক্তরাষ্ট্র। বুধবার আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হয়। তবে রাশিয়ার ওপর নজরদারি করতেই যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি স্থাপন করেছে বলে দাবি ক্রেমলিনের।
নিজস্ব প্রতিবেদক,
গেল ৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে নিরাপত্তা নিয়ে আশঙ্কায় ন্যাটোভুক্ত বেশ কয়েকটি দেশ। কেননা চলতি বছরের শুরু দিকে ন্যাটোর কয়েকটি দেশের সমালোচনা করে ট্রাম্প বলেন, যেসব দেশ প্রতিরক্ষায় যথেষ্ট ব্যয় করে না তাদের সুরক্ষা দেবেন না তিনি।
এ অবস্থায় তাদের এমন উদ্বেগ দূর করতে পোল্যান্ডের উত্তরাঞ্চলে একটি নতুন বিমান প্রতিরক্ষা ঘাঁটি খুলেছে যুক্তরাষ্ট্র। বুধবার বাল্টিক উপকূলের কাছে রেডজিকোও শহরে আনুষ্ঠানিকভাবে এই ঘাঁটির উদ্বোধন করা হয়।
পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, ওয়াশিংটনের সঙ্গে সামরিক জোট শক্তিশালী করার প্রতীক হিসেবে স্থাপনা করা হয়েছে এই সামরিক ঘাঁটি।
এদিকে, রাশিয়ার ওপর নজর রাখতেই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে বলে দাবি মস্কোর।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মস্কোকে নিয়ন্ত্রণের প্রচেষ্টার অংশ হিসেবেই রুশ সীমান্তের কাছাকাছি মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন করা হয়েছে।
এর আগে ২০০০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যখন এই ঘাঁটি নির্মাণের পরিকল্পনার কথা জানান, তখন আপত্তি জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।