Headline :
বেনাপোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন  সম্পন্ন মোদির বিমানে যান্ত্রিক ত্রুটি, আটকে গেলেন ঝাড়খণ্ডে অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য কী, জানালেন শিল্প উপদেষ্টা এইচএসসি উত্তীর্ণদের জন্য বৃত্তি, যেভাবে আবেদন সরকারের সঙ্গে বৈষম্যবিরোধীদের দূরত্ব, ছাত্র প্রতিনিধি বাড়ানোর পরামর্শ রাইসাকে বিয়ে করেননি তৌহিদ আফ্রিদি, খবরে নতুন মোড় ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে ইলন মাস্কের ‘গোপন’ সাক্ষাৎ শ্রীলঙ্কায় বড় জয় পেলো প্রেসিডেন্ট অনুরার জোট এনপিপি আলুর বাজারের নিয়ন্ত্রণও সিন্ডিকেটের হাতে! বোতলের চেয়ে খোলা সয়াবিন তেলের দাম বেশি!

মাসসেরা হয়ে সাকিবের রেকর্ড ভাঙলেন নোমান আলি

Reporter Name / ১০ Time View
Update Time : শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন

একের পর এক ম্যাচে ব্যর্থ হয়ে নোমান আলিকে ফিরিয়েছিল পাকিস্তান। দীর্ঘ ১৪ মাস পর পাকিস্তানের হয়ে টেস্টের সাদা জার্সি গায়ে প্রত্যাবর্তনটা রাঙিয়েছেন দুর্দান্ত বোলিংয়ে। ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে টেস্ট সিরিজ শুরু করা পাকিস্তান যে শেষ পর্যন্ত সিরিজ জিততে পেরেছিল, তাতে এই স্পিনারের অবদানই বেশি। এমন পারফরম্যান্সের পর নোমান আইসিসির মাস সেরা না হলেই বিস্ময় জাগত।

নিজস্ব প্রতিবেদক,

অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলি। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা এবং নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনারকে পেছনে ফেলে মাসসেরা হয়েছেন ৩৮ বছর বয়সী এই পাকিস্তানি। মঙ্গলবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে নোমানকে অক্টোবর মাসের সেরা খেলোয়াড় ঘোষণা করে আইসিসি।


১৩ মাস পর পাকিস্তানের কোনো কোনো ক্রিকেটার মাসসেরার খেতাব জিতলেন। এর আগে ২০২৩ সালের আগস্ট মাসের সেরা খেলোয়াড় হয়েছিলেন বাবর আজম। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দুই টেস্টে ২০ উইকেট শিকার করে এই স্বীকৃতি পেয়েছেন নোমান।

৩৮ বছর বয়সে মাসসেরা হয়ে একটি রেকর্ডও গড়েছেন নোমান। আর তাতে পেছনে পড়ে গেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। সবচেয়ে বেশি বয়সে মাসসেরা নির্বাচিত হয়েছেন নোমান। এর আগে ৩৬ বছর বয়সে মাসসেরা নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছিলেন সাকিব।


ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাঁচশ’র বেশি রান করেও ইনিংস ব্যবধানে হেরেছিল পাকিস্তান। এরপর নির্বাচক কমিটিতে পরিবর্তন আসে তাদের। নতুন নির্বাচক কমিটি দায়িত্ব নিয়েই দীর্ঘদিন পর দলে ফেরান নোমান আলি ও সাজিদ খানকে। তাতেই বদলে যায় পাকিস্তান। মুলতানে দ্বিতীয় টেস্টে নোমান ও সাজিদ মিলেই ধসিয়ে দেন ইংল্যান্ডকে। দুজন মিলেই শিকার করেন ২০ উইকেট।

যেখানে ১৪৭ রান খরচায় ১১ উইকেট শিকার করেন নোমান। এরপর সিরিজের শেষ টেস্টেও নোমান-সাজিদে ভর করে জয় পায় পাকিস্তান। রাওয়ালপিন্ডি টেস্টেও ১৩৯ রানে ৯ উইকেট শিকার করেন নোমান। তাতেই ২০২১ সালের পর প্রথমবারের মতো টেস্ট সিরিজ জেতে পাকিস্তান।


এদিকে মেয়েদের ক্রিকেটে অক্টোবর মাসের সেরা নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে চ্যাম্পিয়ন করতে দারুণ ভূমিকা রেখেছেন তিনি। ব্যাট হাতে ১৩৫ রান করা এই কিউই অলরাউন্ডার বল হাতে শিকার করেছেন ১৫ উইকেট। দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট এবং ওয়েস্ট ইন্ডিজের দেওয়ান্দ্রা ডটিনকে হারিয়ে মাসসেরা নির্বাচিত হন কার। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *