আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে শারজায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দিল। শুক্রবার (৮ নভেম্বর) সেখানে দুই দলের ক্রিকেটারদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। অনুষ্ঠানে আফগানিস্তান ক্রিকেট দলের পক্ষ থেকে বাংলাদেশ দলকে বিশেষ উপহার দেয়া হয়েছে।
বাংলাদেশ এবং আফগানিস্তান ক্রিকেট দলকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফরা। সেখানে চলেছে আলোচনা পর্ব। দুই দলের কোচ এবং অধিনায়ক সেই আলোচনায় অংশ নিয়েছেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে আফগানিস্তানের পক্ষ থেকে উপহার প্রদান করা হয় বাংলাদেশের ক্রিকেটার এবং কোচিং স্টাফদের। সামাজিক যোগাযোগমাধ্যমে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রকাশিত বেশকিছু ছবিতে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ এবং কোচ ফিল সিমন্সকে সেই উপহার গ্রহণ করতে দেখা গেছে।
বাংলাদেশ ক্রিকেট দলকে উপহার হিসেবে হাতে বোনা কার্পেট এবং বিশেষ ফল দিয়েছে আফগানিস্তান। আফগান প্রধান কোচ জোনাথন ট্রট বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সের হাতে তুলে দেন হাতে বোনা কার্পেট। সেই সাথে বিশেষ ফলও উপহার হিসেবে দেওয়া হয়েছে। দুই দলের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নাম, ছবি সংবলিত দুইটি প্ল্যাকার্ড দেখা গেছে দুই অধিনায়কের হাতে।
এদিকে, মাঠের ক্রিকেটে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ২৩৫ রানের সংগ্রহ দাঁড় করায় আফগানরা। জবাবে ব্যাট করতে নেমে ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু আচমকা ব্যাটিং ধসে ১৪৩ রানেই অলআউট হয়ে যায় টাইগাররা।
আগামী ৯ নভেম্বর মাঠে গড়াবে আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আফগানরা।