ট্রাম্পের জয় নিয়ে যা বললেন পুতিন

Reporter Name / ১১ Time View
Update Time : শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাশিয়ার সোচি শহরে এক অনুষ্ঠানে প্রথমবারের মতো ট্রাম্পের জয় নিয়ে কথা বলেন তিনি।

পুতিন বলেন, গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর হামলা হয়। এ সময় তিনি আহত হন। ওই ঘটনায় ট্রাম্প যে সাহসিকতা দেখিয়েছেন তা প্রশংসনীয়। তিনি ‘সত্যিকারের পুরুষ’।

রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমার মতে ট্রাম্প সঠিক পথে রয়েছেন। আমি তার বিজয়ে অভিনন্দন জানাচ্ছি। ইউক্রেনীয় সংকটের অবসান ঘটাতে রাশিয়ার সাথে সম্পর্ক পুনরুদ্ধারের ইচ্ছা সম্পর্কে যা বলা হয়েছিল, আমার মতে এটি অন্তত মনোযোগের দাবি রাখে।’ ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তুত বলেও জানান পুতিন।

এর আগে বুধবার (০৬ নভেম্বর) রাশিয়ার এক শীর্ষ কর্মকর্তা কিরিল দিমিত্রিয়েভ বলেছেন, মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের নতুন সুযোগ তৈরি হয়েছে।

প্রসঙ্গত, ট্রাম্প যেহেতু চান ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক, সে ক্ষেত্রে তিনি ইউক্রেনকে সব ধরনের সহায়তা বন্ধ করে দিতে পারেন। এ সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত বিশ্লেষকদের লেখায় এমন ইঙ্গিত পাওয়া গেছে।

এভাবে ইউক্রেনকে চাপে ফেলে যুদ্ধের সমাপ্তি টানার হয়তো একটা পরিকল্পনা তার আছে। কিন্তু এ পরিকল্পনা কতটা বাস্তবসম্মত, তা সময়ই বলে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সেই পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হলেও ট্রাম্পের যুদ্ধবিরোধী নীতিই রাশিয়ায় প্রশংসিত হচ্ছে। ট্রাম্পের মতাদর্শের সুযোগ কাজে লাগিয়ে ইউক্রেনকে চেপে ধরার ইচ্ছায় রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ছাড়া মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপন হলে বৈশ্বিক কূটনীতি বদলে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *