শুনানির সময় এজলাসে হট্টগোল, আমুর আইনজীবীকে মারধর

Reporter Name / ১০ Time View
Update Time : শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন

হত্যা মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর রিমান্ড শুনানি চলাকালে আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়েছে। এ সময় অন্য আইনজীবীরা আমুর আইনজীবীকে মারধর করেছেন বলেও অভিযোগ উঠেছে।

নিজস্ব প্রতিবেদক,

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

আদালত সূত্রে জানা গেছে, রিমান্ড শুনানিতে আমির হোসেন আমুর রিমান্ডের পক্ষে বক্তব্য দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী। এ সময় তার বক্তব্যটি রাজনৈতিক মন্তব্য করেন আসামিপক্ষের আইনজীবী স্বপন রায় চৌধুরী। তখন উত্তেজিত হয়ে ফারুকীর সহকারী আইনজীবীদের সঙ্গে তার (আমুর আইনজীবী) তর্কাতর্কি হয়।

এক পর্যায়ে আইনজীবী স্বপনকে মারধর শুরু করেন অন্য আইনজীবীরা। আত্মরক্ষার্থে তিনি এজলাস থেকে বেরিয়ে যান। কিছু সময় পর আবারও শুনানি শুরু হলে আমুর পক্ষে কে শুনানি করবেন তা নিয়ে আবারও আইনজীবীদের মধ্যে হট্টগোল দেখা দেয়।

আইনজীবীদের হট্টগোলের পর তাদের উদ্দেশ্যে আমির হোসেন আমু বলেন, ‘আইনজীবীরা ভাই ভাই, মিলেমিশে থাকা উচিত। এখনকার পরিবেশ কিন্তু সবসময় থাকবে না।’ এসময় ফের উত্তেজিত হয়ে ওঠেন বিএনপিপন্থি আইনজীবীরা। পরে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

শুনানি শেষে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আমুর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বিচারক ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা।

এর আগে, গত বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *