ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আবারও ছাত্র রাজনীতি শুরু হচ্ছে, এমন শঙ্কায় মধ্যরাতে বিভিন্ন হলের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষাথীরা।
নাহিদ পারভেজ,
বুধবার (৬ নভেম্বর) রাতে বিভিন্ন হলের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ভিসি চত্বরে শেষ হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, রাজনৈতিক দলের কর্মসূচি উপলক্ষে ক্যাম্পাসে ছাত্রদল ব্যানার ফেস্টুন লাগিয়েছে। এমনকি ঝটিকা মিছিলও করেছে।
শিক্ষার্থীরা জানান, আবারও ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি শুরুর আশঙ্কা করছেন তারা। এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, আবারও গণরুম, গেস্টরুমের নামে শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হতে পারেন। তাই আর কোন রাজনীতি তারা ক্যাম্পাসে দেখতে চান না।
ফের হলে রাজনীতি ঢোকানোর পাঁয়তারা করা হচ্ছে অভিযোগ এনে শিক্ষার্থীরা জানান, এই ধরনের কোনো অপচেষ্টা হলে মেনে নেয়া হবে না।