যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। এরই মধ্যে বিজয়ী ভাষণও দিয়েছেন ট্রাম্প। যদিও এখনো নিশ্চুপ রয়েছেন পরাজিত প্রার্থী কমলা হ্যারিস।
আন্তর্জাতিক ডেস্ক,
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাচ্ছেন।
তবে নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্র্যাটিক পার্টির নেতা কমালা হ্যারিস অবশ্য এখনও ট্রাম্পকে অভিনন্দন জানাননি।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের হাওয়ার্ড ইউনিভার্সিটিতে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানা যাচ্ছে।
ডেমোক্র্যাটিক প্রচার শিবির জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (৬ নভেম্বর) বিকেলে ওয়াশিংটনের হাওয়ার্ড ইউনিভার্সিটিতে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন কমলা। এ সময় কমলার স্বামী ডগলাস এমহফ তার সঙ্গে থাকবেন।
হ্যারিসের ঘনিষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্র্যাটপ্রার্থী কমলা হ্যারিস কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেয়ার আগেই পরাজয় স্বীকার করে নির্বাচিত নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানাবেন।
এর আগে মঙ্গলবার ট্রাম্পের জয় মোটামুটি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে হ্যারিস তার ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ইচ্ছে বাতিল করেন। যে বিশ্ববিদ্যালয় থেকে কমলা স্নাতক লাভ করেছেন। নির্বাচনের পর সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিতে সেখানে যেতে চেয়েছিলেন কমলা।