সার্বিয়ায় রেলস্টেশনের ছাউনি ধসে নিহত ১৪

Reporter Name / ১৩ Time View
Update Time : শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন

সার্বিয়ার উত্তরাঞ্চলের একটি রেলস্টেশনের ছাউনি ধসে ১৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি তিনজন। তাদের অবস্থা আশঙ্কাজনক। খবর আলজাজিরার।

সার্বিয়ার স্বরাষ্টমন্ত্রী আইভিকা ডেসিক জানিয়েছেন, শুক্রবার (১ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর নভি সাদের একটি রেলস্টেশনের ছাউনি আকস্মিকভাবে ধসে পড়ে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশা করা হচ্ছে, মৃতের সংখ্যা আর বাড়বে না।

শুক্রবার গভীর রাতে এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে একজন ৬ বছর বয়সী মেয়ে এবং উত্তর মেসিডোনিয়ার একজন নাগরিক রয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

তিনি বলেন, এখনই প্রকৃত কারণ বলা কঠিন। তবে সার্বিয়ার রাষ্ট্রপতি হিসেবে আমি ঘোষণা করছি, যারা এর জন্য দায়ী তাদের সবাইকে শাস্তি দেওয়া হবে।

সার্বিয়ার রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তিন বছর ধরে মেরামতের পর চলতি বছরের জুলাইতে স্টেশনটি আবার চালু হয়। স্টেশনের কিছু অংশের নির্মাণ কাজ এখনো চলছে। তবে ধসে পড়া যাত্রীরা ছাউনিটির মেরামতের অংশে ছিল না। তারা একটি ছাউনির নিচে ট্রেনের অপেক্ষায় অবস্থান করছিলেন। হঠাৎ বহু লোকের ওপর ছাউনিটি ধসে পড়ে।

খবর পেয়ে অন্তত ৮০ জন উদ্ধারকর্মী ঘটনাস্থলে যান। তারা বুলডোজার দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *