লেবানন থেকে ইসরাইলের উত্তরাঞ্চলে রকেট হামলায় চারজন থাই শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১ নভেম্বর) থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক,
থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস সাঙ্গিয়ামপঙ্গসা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মেতুলা শহরের কাছে লেবানন থেকে আসা রকেট হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে চারজন থাই নাগরিক রয়েছেন।
শ্রমিকদের মৃত্যুতে গভীর শোক জানিয়ে তিনি জানান, এ ঘটনায় আরও একজন থাই নাগরিক আহত হয়েছেন।
থাই পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, থাইল্যান্ড দৃঢ়ভাবে সব পক্ষকে শান্তির পথে ফেরার আহ্বান জানাচ্ছে। এই সংঘাত দীর্ঘায়িত এবং গভীরতর হওয়ায় নিরীহ বেসামরিক নাগরিকদের মৃত্যু হচ্ছে।
মেতুলার আঞ্চলিক কাউন্সিল প্রধান বৃহস্পতিবার বলেছেন, লেবানন থেকে রকেট হামলায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন স্থানীয় কৃষক এবং অপর চারজন বিদেশি শ্রমিক।
ইসরাইলে প্রায় ৩০ হাজার থাই নাগরিক বসবাস করছেন। তাদের বেশির ভাগই কৃষিখাতে কাজ করেন। ইসরাইলের অভিবাসী শ্রমিকদের একটা বড় অংশই থাই নাগরিক।
এদিকে লেবাননে হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে লেবাননে হামলা অব্যাহত রয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠে কমপক্ষে ১০টি হামলা হয়েছে। হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জায়গাটির বিভিন্ন ভবনের বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার জন্য ইসরাইলি বাহিনীর নির্দেশনার পর এ হামলা চালানো হয়।