বাংলাদেশ এখন ‘পুরোপুরি বিশৃঙ্খল’, ট্রাম্পের এমন মন্তব্যের কারণ কী?

Reporter Name / ১২ Time View
Update Time : শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের প্রসঙ্গ টেনে এনে টুইট (এক্স পোস্ট) করেছেন রিপাবলিকান প্রার্থী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই পোস্টে কিছু অভিযোগ তুলেছেন তিনি, যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। কিন্তু হঠাৎ করে ট্রাম্পের এমন মন্তব্যের কারণ কী?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র চার দিন। নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বিবৃতি দেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বিবৃতিতে হিন্দু, খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে অভিযোগ করে, এর নিন্দা জানিয়েছেন সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেছেন, বাংলাদেশ বর্তমানে ‘পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতির’ মধ্যে রয়েছে। 

সংশ্লিষ্টরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশের সংখ্যালঘু এবং ভারতীয় ভোটারদের দলে টানতেই হয়তো সামাজিকমাধ্যম এক্সে বিবৃতি দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 

এক্স পোস্টে অভিযোগ করে তিনি লিখেছেন, 

“বাংলাদেশের হিন্দু, খ্রিস্টানসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর দলবদ্ধভাবে হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।”

এছাড়া, তিনি প্রেসিডেন্ট থাকার সময় বাংলাদেশে এমনটা কখনো হয়নি বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। 

সাবেক এই প্রেসিডেন্ট পোস্টে আরও লেখেন, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে হিন্দুদের উপেক্ষা করে আসছে। যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিদ্বেষ থেকে হিন্দুদের সুরক্ষার প্রতিশ্রুতি দেন তিনি। 

পোস্টে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের ‘ভালো বন্ধু’ বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প। লিখেছেন, তিনি (ট্রাম্প) নির্বাচিত হলে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব আরও জোরদার করা হবে।

হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট শেষ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা করেন, আলোর এ উৎসব খারাপকে হটিয়ে ভালো কিছুর বিজয় বয়ে নিয়ে আসবে।

এদিকে, ট্রাম্পের এমন পোস্টের মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *