গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর হামলায় একদিনে অন্তত ৯৫ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া কামাল আদওয়ান হাসপাতালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
আন্তর্জাতিক ডেস্ক,
নিজেদের ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়ে গাজাবাসী আজ নিঃস্ব। ঠাঁই হয়েছে বেশ কয়েকটি শরণার্থী শিবিরে। কারও ভাগ্যে সেই ছায়াটুকুও জোটেনি। তবে কোনো কিছুর পরোয়া না করে নিরাপদ স্থানগুলোতেও নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী।
মধ্যগাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ।
এছাড়া কামাল আদওয়ান হাসপাতালের তৃতীয় তলায় ঔষধ ও প্রয়োজনীয় সরঞ্জামে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যন্ত্রপাতির। ব্যাহত হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। স্বাস্থ্য ব্যবস্থার ওপর এভাবে একের পর এক হামলা চালিয়ে যাওয়ায়, তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
এছাড়াও গাজার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দেয়া নিয়ে ইসরাইলের বিরুদ্ধে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে সংস্থাটি। এতে বলা হয়, ইসরাইল একটি সমন্বয় নীতি নিয়ে গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে।
অন্যদিকে গাজা নিয়ে ইসরাইলের পক্ষে মন্তব্য করায় তোপের মুখে পড়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
তিনি বলেছেন, ইসরাইলিদের ‘বাধ্য হয়ে’ গাজায় হামলা চালাতে হচ্ছে। এছাড়া ক্লিনটন আরও দাবি করেন, ফিলিস্তিনের আগেও এটা ইসরাইলিদের ‘পবিত্রভূমি’ ছিল। এরপরই সমালোচনার মুখে পড়েন তিনি।
এদিকে লেবাননে নতুন করে ইসরাইলি হামলায় ৬ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। আর হিজবুল্লাহর পাল্টা আঘাতে উত্তর ইসরাইলে মৃত্যু হয়েছে ৭ জনের। অন্যদিকে, সিরিয়ায় নেতানিয়াহু বাহিনীর বিমান হামলায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। তেল আবিবের দাবি, সেখানে হিজবুল্লাহর অস্ত্রের গুদাম ছিল।