মুসলিম ভোট নিয়ে ‘টানাটানি’, ট্রাম্পকে সমর্থনে ডেমোক্র্যাটদের উদ্বেগ

Reporter Name / ১৩ Time View
Update Time : শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। এরইমধ্যে প্রচার-প্রচারণায় উত্তপ্ত নির্বাচনর মাঠ। এই নির্বাচনে বরাবরের মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমেরিকান মুসলিমদের ভোট। আর এই ভোটারদের কাছে টানতেও তাই মরিয়া ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় শিবির।

আন্তর্জাতিক ডেস্ক,

যুক্তরাষ্ট্রে ৫ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি সম্প্রতি সমর্থন দিয়েছেন মুসলিম নেতারা। তবে এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসের কর্মী-সমর্থকদের মধ্যে। 

স্থানীয় সময় সোমবার (২৮ অক্টোবর) ফিলাডেলফিয়ায় এক সমাবেশে বক্তৃতায়, ট্রাম্পকে সমর্থন দেয়ার কথা ভাবছেন- এমন মুসলিমদের উদ্দেশে কথা বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। 

তিনি প্রশ্ন রেখে বলেন, 

আপনি যদি আমেরিকান মুসলিম হন এবং মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা নিয়ে চিন্তিত থাকেন, তাহলে আপনি কেন এমন একজনের (ট্রাম্পকে ইঙ্গিত করে) প্রতি বিশ্বাস রাখবেন যিনি মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা পাস করেছেন এবং বলেছেন যে আপনারা আমাদের আমেরিকান সম্প্রদায়ের অংশ নন?

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, মুসলিম আমেরিকানরা বছরের পর বছর ধরে নির্ভরযোগ্যভাবে ডেমোক্র্যাটকে ভোট দিয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্যে বাইডেন প্রশাসনের দৃষ্টিভঙ্গি এবার ডেমোক্র্যাট প্রার্থী কমলাকে ভোট দেয়ার ক্ষেত্রে তাদের সন্দিহান করে তুলেছে।

ট্রাম্প সম্প্রতি কিছু মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিত্বের কাছ থেকে সমর্থন পেয়েছেন, যার মধ্যে অন্যতম আমের গালিব। যিনি মিশিগানের ডেট্রয়েটের একটি ছোট শহরতলী হ্যামট্রামকের মেয়র। সেখানকার জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ মুসলিম।

প্রসঙ্গত, ২০১৬ সালে ট্রাম্প যখন প্রথমবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, তখন মুসলিম দেশগুলো থেকে অভিবাসন নিষিদ্ধ করার প্রস্তাব করেছিলেন তিনি। তবে এবার মিশিগানের মতো গুরুত্বপূর্ণ সুইং স্টেটগুলোতে জয়ের চাবিকাঠি মুসলিম ভোটারদের হাতে রয়েছে বলে মনে করছে ট্রাম্পের প্রচার শিবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *