Headline :
বাজারে তেলের দাম বাড়লো কেন? নতুন করে ভোজ্য তেলের ভ্যাট কমানোর উদ্দেশ্যে কি? বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার মতো হবে না: গভর্নর ঐক্যের বৈঠকে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিলেন তারেক রহমান যত দ্রুত নির্বাচন, ততই জনগণের কল্যাণ: মির্জা ফখরুল আজিমপুরে ডাকাতির সঙ্গে শিশু অপহরণের কারণ জানালো র‌্যাব রাজধানীতে ২ ছেলেকে গলা কেটে হত্যা করলেন বাবা! সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চিত্রনায়ক রুবেল শার্শায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টর সেমিফাইনাল খেলায় নাভারন ফুটবল একাদশ জয়ী  বেনাপোল পোর্ট থানা পুলিশ পৃথক অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ আটক-১

তাবলিগের দুগ্রুপের সংঘর্ষে আহত ৩০

Reporter Name / ১৪ Time View
Update Time : রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন

নাটোরে মারকাজ মসজিদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাবলিগ জামাতের জুবায়ের- সাদ গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শহরতলীর তেবাড়িয়া মারকাজ মসজিদ প্রাঙ্গণে দুপুর ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত চলে।

ঘটনায় ঢাকা- রাজশাহী মহাসড়ক ঘণ্টাখানেকের মতো বন্ধ থাকে। খবর পেয়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুপক্ষকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

স্থানীয় সূত্রে গেছে, সরকার পতনের পর থেকে তেবাড়িয়া মারকাজ মসজিদের দখল নেয় তাবলিগ জামাতের জুবায়ের পন্থিরা। পরে সেখানে একটি ক্বওমী মাদ্রাসা প্রতিষ্ঠা করে এবং সেখানে কিছু ছাত্র অবস্থান নেয়। এ নিয়ে মতবিরোধ শুরু হয়। জেলা প্রসাশক না থাকায় বিষয়টি নিষ্পত্তি সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে সাদ পন্থি লোকজন ইজতেমা আয়োজনের প্রস্তুতি নিতে তেবাড়িয়া মারকাজ মসজিদে অবস্থান নেয়।

এ সময় দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে সেটি একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই পক্ষের লোকজন সড়কে অবস্থান নিলে ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী এসে দুপক্ষকে শান্ত করার চেষ্টা করেন। পরে যান চলাচলা কিছুটা স্বাভাবিক হয়। বর্তমানে পুরো এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।

সদর থানার ওসি মো. মাহাবুর রহমান বলেন, দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা এখানে এসেছি। আমরা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন বলেন, আগামী রোববার বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে দুপক্ষের সঙ্গে বসা হবে। আইনশৃঙ্খলা রক্ষারী বাহিনী বর্তমানে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে যারা যেভাবে আছেন সেভাবেই অবস্থান করবেন। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত পুলিশ এবং সেনা সদস্য সেখানে অবস্থান করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *