আগামী ২৯ নভেম্বর বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। চলতি বছরেই বাংলাদেশে এসেছিলেন তিনি। আবারও ভক্তদের সুখবর দিয়ে নিজেই ঢাকা আসার কথা জানান জনপ্রিয় গায়ক।
আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন তিনি। এর আগে গত এপ্রিল মাসে ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে পারফর্ম করেছিলেন আতিফ আসলাম।
বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে “ম্যাজিকাল নাইট ২.০” কনসার্টটি আয়োজন করছে ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’।
প্রিয় গায়ক আসতে এখনও ৩৭ দিন বাকি। এরই মধ্যে সোল্ড আউট হয়ে গেছে আতিফ আসলামের কনসার্টের টিকিট। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রিপল টাইম কমিউনিকেশনের ম্যানেজিং ডিরেক্টর প্রীতম দে।
তিনি জানান, সব টিকিট বিক্রি হয়ে গেছে। তবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ধারণ ক্ষমতার চেয়েও কম টিকিট বিক্রি করেছেন আয়োজকরা। আজকের পর থেকে আর কোনো টিকিট পাওয়া যাবে না।
প্রীতম দে বলেন, সুষ্ঠু আয়োজনই আমাদের মূল উদ্দেশ্য। সেনাবাহিনীর সহায়তা নেয়া হচ্ছে। দর্শকদের একটি নির্বিঘ্ন ও আন্তর্জাতিকমানের আয়োজন উপহার দিতে চাই। দুপুর ১টায় গেট ওপেন করা হবে। তবে ৬টার পর আর কেউ প্রবেশ করতে পারবেন না। টিকিট থাকলেও না। সুষ্ঠু আয়োজনের জন্য কিছুটা কঠোর আমাদের হতেই হবে।
আতিফ আসলাম, আব্দুল হান্নান ছাড়াও এই কনসার্টে থাকবে বিশেষ চমক যা এখনই প্রকাশ করছেন না আয়োজক কমিটি।