সাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তি ধারণ করে উপকূলের দিকে এগিয়ে আসছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তি ধারণ করে উপকূলের দিকে এগিয়ে আসছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এদিকে নিম্নচাপটি সন্ধ্যায় পটুয়াখালী থেকে ৬৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে জানিয়ে এই গবেষক আরও জানান, ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যানুযায়ী ঘূর্ণিঝড় ডানা ওড়িশা রাজ্যের পুরী ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যবর্তী উপকূলের ওপর দিয়ে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১২ টার পর থেকে তীব্র ঘূর্ণিঝড় হিসেবে স্থলভাগে আঘাত হানতে পারে। সর্বশেষ পূর্বাভাস অনুসারে এটি বাংলাদেশের স্থলভাগে আঘাত করার সম্ভাবনা কিছুটা কমেছে।
স্থলভাগে আঘাতের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার দমকা হাওয়াসহ যা ১৩০ কিলোমিটার পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে বলে জানান গবেষক পলাশ।