গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রউফ মান্নান বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার উদ্দেশ্যে বলেন-বাংলাদেশে হঠাৎ একটা সুর বেজে উঠলো। আগামী দেড় বছরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিৎ। মাত্র দেড় মাস হলো দেশ স্বাধীন হয়েছে। সংস্কার কাজ ছাড়া এখন কেন নির্বাচন? সংস্কার কি শেষ হয়ে গেল! সব ঠিকঠাক! বিভিন্ন দলের প্রবীন নেতারা বলছেন- ‘এখনি ইলেকশন চাই।’ তাঁদের আর তর সইছে না। অথচ যারা দেশ স্বাধীন করেছেন, তাঁরা সম্পূর্ণ সংস্কার ছাড়া নির্বাচন চাইছেন না। সত্যি কথা বলতে কি, যাঁদের বয়স সত্তর উর্ধে এই নতুন বাংলাদেশে তাঁদের রাজনীতি করা সাজে না।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস স্যারকে আমরা পেয়েছি। উনি সোনার চেয়েও খাঁটি সোনা। সারা বিশ্ব তাঁকে সম্মান করেন। পতিত সরকারের রেখে যাওয়া বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ, বিলিয়ন বিলিয়ন ডলার পাচারকৃত লুটপাটের টাকা একমাত্র ইউনূস স্যারই ফিরিয়ে আনতে পারেন। যে কোন সরকার যে কাজ বছরের পর বছর চেষ্টা করেও সম্ভব করতে পারবেন না, তা ড. ইউনূস স্যার -এর একটা ফোনকলের মাধ্যমে করা সম্ভব। এই বিধ্বস্ত বাংলাদেশের জন্য আজ তাঁকে যেমন প্রয়োজন, তেমনি তাঁর সময়ও প্রয়োজন। এই সংস্কার কাজ শেষ হতে কয়েক বছর সময়ের প্রয়োজন। সংস্কারের বছরগুলোর মধ্যে তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত হতে থাকবে। আমার অনুরোধ জোর করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাড়াবার চেষ্টা করবেন না। তাহলে আমরা মহা বিপদে পড়বো। মনে রাখবেন, আমাদের দেশের চতুর্দিকে হায়না-শকুনেরা ওঁত পেতে আছে। সাবধান হতে হবে। ড. ইউনূস স্যার ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চান না। তিনি শুধু দায়িত্ব পালন করছেন মাত্র।