সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি নেতা মির্জা আব্বাস।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে পালাননি। কারণ তিনি বলেছিলেন- এদেশ আমার, মাটি আমার। এদেশ থেকে আমি কোথাও যাবো না। অন্যদিকে শেখ হাসিনা তার নেতাকর্মীদের ছেড়ে পাশের দেশে পালিয়েছেন। চট করে নাকি চলে আসবেন। আমি বলবো- আসুন। আপনার অপেক্ষায় আমরা সবাই আছি।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, গত ১৭ বছরে আমাকে ৩৪ বার গ্রেপ্তার করা হয়েছে। আমাদেরকে কোর্টে তোলা হলে সাংবাদিকরা বলতো ভাই হাত নাড়েন। নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে। বীরের মতো আদালতে গেছি। আমার দল ও নেতাকর্মীরা গণতন্ত্রকে ভালোবাসে। বেগম খালেদা জিয়া ১৯৯৬ সালে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। কারণ তিনি হাসিনার মতো ক্ষমতায় আঁকড়ে থাকেননি। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন চোরাকারবারী হিসেবে। আমার জনগণের জন্য রাজনীতি করি। আমাদেরকে মার খেতে হয়নি। হবেও না ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চাই। কিন্তু সেটারও একটা সময় আছে।