শেখ হাসিনা ও শরীয়তপুরের সাবেক ৩ সংসদ সদস্যের নামে হত্যা মামলা

Reporter Name / ১৮ Time View
Update Time : শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ীতে রিয়াজুল তালুকদার নামে শ্রমিক দল কর্মী নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শরীয়তপুরের সাবেক তিন জন সংসদ সদস্যের নামে মামলা দায়ের করেছেন নিহতের ভাই রুবেল তালুকদার। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলার আবেদন করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন বাদীর আরজি গ্রহণ করে যাত্রাবাড়ী থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী জহুরুল হাসান মুকুল এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য মসিউর রহমান মোল্লা সজল, সাবেক পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামিম, সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সাদেকুর রহমান খোকা সিকদার, রাজিবুল ইসলাম বাপ্পি, অনল কুমার দেসহ আরো ১২৩ জন।

এছাড়াও অজ্ঞাত ৩০০-৪০০ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট বিকেলে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে রিয়াজুল তালুকদার গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে থাকেন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *