পিয়াস চন্দ্র দাস :বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় এই শহীদি মার্চ। এসময় মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শাকিল মুসফিক, শামীম হাসান, মাহমুদুল হাসান মিরাজ, আশরাফ।
বৈষম্যবিরোধী ছাত্রসমাজের মিছিল ও সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রেজাউন খান, রাব্বানি, রনি, আশরাফুল, অভি, হামিম, মেহেরাজ, রাসেল মাহমুদ, টিটুসহ প্রমুখ।
ক্যাপশন : গণঅভ্যুত্থানের মাস পূর্তিতে ফরিদগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রসমাজের মিছিল ও সমাবেশের অংশ।